Image source: ICC/twitter

বল হাতে গতির জাদু দেখালেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জোফরা আর্চার। সঙ্গে সুইং দিয়ে চাপ তৈরি করেছেন সতীর্থ স্টুয়ার্ট ব্রড। তাতে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের কাছে রীতিমত বিধ্বস্ত অস্ট্রেলিয়ান ব্যাটিং। আর্চারের ক্ষিপ্র গতির বোলিংয়ে অ্যাশেজের তৃতীয় টেস্টে মাত্র ১৭৯ রানেই অলআউট সফরকারী অস্ট্রেলিয়া।

আগের টেস্টে স্মিথের চোটে সুযোগ পাওয়া লাবুশেন ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিলেন। এই টেস্টের প্রথম ইনিংসে ওই লাবুশেনই নায়ক। স্রোতের বিপরীতে খেলেছেন ৭৪ রানের লড়াকু ইনিংস।

বৃষ্টির জন্য প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া খেলায় দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। লাবুশেন-ওয়ার্নার ১১১ রানে জুটি দাঁড় করিয়েছিলেন।

আর্চারের শিকার হওয়ার আগে ওয়ার্নার ৬১ রানের ইনিংস খেলেন। লাবুশেন অবশ্য স্টোকসের এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। এই দুজন ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন টিম পেইন (১১)।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫২.১ ওভারে ১৭৯ (ওয়ার্নার ৬১, হ্যারিস ৮, খাওয়াজা ৮, লাবুশেন ৭৪, হেড ০, ওয়েড ০, পেইন ১১, প্যাটিনসন ২, কামিন্স ০, লায়ন ১, হেইজেলউড ১*; ব্রড ১৪-২-৩২-২, আর্চার ১৭.১-৩-৪৫-৬, ওকস ১২-৪-৫১-১, স্টোকস ৯-০-৪৫-১)।