শুক্রবার এমসিজি-তে সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারাল অজিরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে । জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
A lean Ashes series has not shaken David Warner’s confidence with the veteran opener rediscovering his devastating form in Australia’s T20I clean sweep of Sri Lanka: https://t.co/PmEsL5sElQ #AusvSL pic.twitter.com/3e0aJxuUON
— cricket.com.au (@cricketcomau) November 2, 2019
অ্যাডিলেডে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। ব্রিসবেনে দ্বিতীয় টি২০তে ৯ উইকেটে লঙ্কানরা হেরে যায়।
ওয়ার্নার ও ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিং দাপটে তৃতীয় ম্যাচে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। এক চার ও তিন ছক্কায় ৩৭ রান করেন ফিঞ্চ ও চারটি চার ও এক ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার। প্রথম ও দ্বিতীয় টি২০তে ওয়ার্নার যথাক্রমে ১০০ ও ৬০ করেছিলেন।
David Warner’s last 18 T20 innings: 61*, 63, 19, 95, 69, 100*, 10, 15, 70*, 51, 50, 67, 57, 37, 81, 100*, 60* and 57*. That kind of consistency—while scoring at a strike rate of 144.50—is absurd. What a freak. #AUSvSL
— Freddie Wilde (@fwildecricket) November 1, 2019
৩ ম্যাচে ২১৭ রান করে সিরিজ সেরা ওয়ার্নারই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪২/৬ (কুসল মেন্ডিস ১৩, কুসল পেরেরা ৫৭; স্টার্ক ৪-০-৩২-২, রিচার্ডসন ৪-০-২৫-২, কামিন্স ৪-০-২৩-২)
অস্ট্রেলিয়া: ১৭.৪ ওভারে ১৪৫/৩ (ফিঞ্চ ৩৭, ওয়ার্নার ৫৭*; মালিঙ্গা ৪-০-২২-১, কুমারা ৪-০-৪৯-১, প্রদিপ ৩.৪-০-২০-১)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার
ম্যান অব দা সিরিজ: ডেভিড ওয়ার্নার