১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন করতে পেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ২৬৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজটা ১-০ তে জিতেছে স্বাগতিকরা।
It took Pakistan just 15 minutes on the final morning to wrap up a historic series win at home. #PAKvSL second Test report 👇https://t.co/yBaQznVrrt
— ICC (@ICC) December 23, 2019
প্রথম টেস্টটি বৃষ্টির হানায় হয়েছিল ড্র। করাচিতে দ্বিতীয় এই টেস্টে স্বাগতিকদের শুরুটা খুব একটা আহামরি ছিল না। ১৯১ রানে অলআউট করে ৮০ রানের লিডে লঙ্কানরা পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছিল।
করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ২৬৩ রানে হারিয়েছে পাকিস্তান। ৪৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১২ রানে অলআউট হয় লঙ্কানরা। ৩১ রানে ৫ উইকেট নেন নাসিম।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ফিরল পাকিস্তানে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ১৯১
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭১
পাকিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৫৫৫/৩ ইনিংস ঘোষণা
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২.৫ ওভারে ২১২ (করুনারত্নে ১৬, ফার্নান্দো ১০২, কুসল ০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ২, ধনাঞ্জয়া ০, ডিকভেলা ৬৫, দিলরুয়ান ৫, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ০, কুমারা ০*; শাহিন ১৪-৩-৫১-১, আব্বাস ১২-২-৩৩-১, নাসিম ১২.৫-৪-৩১-৫, ইয়াসির ২০-২৩-৮৪-২, হারিস ৪-০-১০-১)
ফল: পাকিস্তান ২৬৩ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজ পাকিস্তান ১-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আবিদ আলি
ম্যান অব দা সিরিজ: আবিদ আলি