অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বাংলাদেশ জাতীয় দলের বহর লাহোর বিমানবন্দরে পৌঁছায়।
Bangladesh squad have arrived in Lahore, Pakistan yesterday (January 22) at 11:30 pm (Bangladesh time). pic.twitter.com/Vwsxg8tgr1
— Bangladesh Cricket (@BCBtigers) January 22, 2020
এর আগে রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য, মিঠুন, মোস্তাফিজ ও শফিউলরা।
পাকিস্তানে তিন দফার সফরের প্রথমটিতে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবারই প্রথম খেলবে সিরিজ।
নিরাপত্তা নিয়ে শঙ্কা, দুই পক্ষের টানাপোড়েন ও কয়েক দফার আলোচনার পর চূড়ান্ত হয় এই সফর। দেশ ছাড়ার আগে গত কয়েক দিনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদউল্লাহ বারবার বলেছেন, নিরাপত্তা শঙ্কা মাথা থেকে সরিয়ে শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে চান তারা।
Arrival of Bangladesh team at Lahore. 🇵🇰
Warm welcome to the visitors to the city of gardens.#PAKvBAN action to being on Friday. Get your tickets now https://t.co/cy3H708fqX 🎟 pic.twitter.com/djD3THZeYM
— Pakistan Cricket (@TheRealPCB) January 22, 2020
সফরসূচি অনুযায়ী প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান, যা শুরু হবে ২৪ জানুয়ারি। পরের খেলা দুটি ২৫ ও ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি ফিরে আসবে জাতীয় দলের বহর। তারপর আবার খেলা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তখন একটি টেস্ট (৭ ফেব্রয়ারি)। এরপর আবার শেষভাগে আরেক টেস্ট আর ওয়ানডে (এপ্রিলে)।