গোড়ালিতে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিলেন গত জুন থেকে। খেলতে পারেননি কোপা আমেরিকায়। বার্সেলোনায় ফেরার চেষ্টা করেও পারেননি।
Jogo entre sul-americanos é sempre disputado! As melhores 📷 do confronto desta noite! #JogaBola
Brasil 🇧🇷 2-2 🇨🇴 Colômbia
⚽️ @Casemiro – 18′
⚽️ @NeymarJr – 57′Fotos: Lucas Figueiredo/CBF pic.twitter.com/f9Y8DeDe7g
— CBF Futebol (@CBF_Futebol) September 7, 2019
এ মৌসুমে নেইমারের খেলা ছাপিয়ে এসব খবরই বড় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত খেলায় ফিরলেন নেইমার। মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এ মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন পিএসজি তারকা।
সতীর্থকে দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করে প্রত্যাবর্তনটা স্মরণীয়ই করে রাখলেন নেইমার। তবে জিততে পারেনি তাঁর দল ব্রাজিল।
২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরুর দিকে কাসেমিরোর গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে দুবার বল জালে পাঠান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
নেইমারের গোলে শেষ পর্যন্ত স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে জুলাইয়ে কোপা আমেরিকা শিরোপা জেতা ব্রাজিল।