মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে গোলের দেখা পায়নি কোনও দল। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ভাগাভাগি করলেও লা লিগার টেবিলে এক নম্বরে তারা।
Atletico and Real Madrid share the spoils in the derby. ⚖️#AtletiRealMadrid pic.twitter.com/ggdJkwnGZo
— LaLiga (@LaLigaEN) September 28, 2019
প্রথমার্ধে সৌভাগ্যের ছোঁয়া পায়নি অ্যাতলেতিকো। ৮ মিনিটে জোয়াও ফেলিক্স গোলপোস্টের বাইরে শট নেন। বিরতির দুই মিনিট আগে এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের শট মাঠের বাইরে পাঠান থিবো কোর্তোয়া। প্রথমার্ধে আর কোনও বড় পরীক্ষা দিতে হয়নি রিয়াল গোলকিপারকে।
শুরু থেকে রক্ষণে মনোযোগ দেওয়া রিয়াল প্রথমার্ধে বল দখলে আধিপত্য করে। বিরতির আগে সেরা সুযোগ অবশ্য পেয়েছিল আতলেতিকো।
অষ্টম মিনিটে মাঝমাঠ থেকে দিয়েগো কস্তার বাড়ানো থ্রু বল জোয়াও ফেলিক্স দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন; কিন্তু শেষটায় লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন। ১০ মিনিট পর নাচো ফের্নান্দেসের ক্রস ভালো পজিশনে পেয়েছিলেন গ্যারেথ বেল, কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি।
অ্যাতলেতিকোকে দুবার কাঁপিয়ে দেন টনি ক্রুস। ৩৮ ও ৪০ মিনিটে জার্মান মিডফিল্ডারকে দুবারই ব্যর্থ করেন অ্যাতলেতিকো গোলরক্ষক জ্যান ওবলাক। দ্বিতীয়ার্ধে ফিরে এসে রিয়াল আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। ৫৫ ও ৫৭ মিনিটে গ্যারেথ বেলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে গেলে।
😴
9️⃣ games between Atletico and Real Madrid have finished 0️⃣-0️⃣.
This is the third one in the last three seasons. pic.twitter.com/dCSAgAVQiF
— Goal (@goal) September 28, 2019
করিম বেনজেমাকে রুখে দিয়ে আরও একবার গোলপোস্ট অক্ষত রাখেন ওবলাক। নাচোর ক্রস থেকে ফরাসি ফরোয়ার্ডের শক্তিশালী হেড দারুণভাবে রুখে দেন অ্যাতলেতিকো গোলরক্ষক।
একমাত্র দল হিসেবে আসরে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে গ্রানাদা। সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।