রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে চতুর্থ বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। আগামী বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে অবতরণ করবে সর্বাধিক সুযোগ-সুবিধাসংবলিত ড্রিমলাইনারটি।
Boeing 787-8 Dreamliner – Biman Bangladesh | Aviation Photo #5667519 | https://t.co/7rOKuy0BWr https://t.co/bgsU7j3vWL
— Cherif Barsoum (@jetdriverman) September 10, 2019
বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার দুপুরে রাজহংস বিমানবন্দরে অবতরণের পর ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় ।
এরই মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে।
টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানিসাশ্রয়ী হবে। রাজহংসর আসনসংখ্যা ২৭১। এর মধ্যে ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের আসনগুলো ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড সক্ষম। এ ছাড়া বিমানটিতে ইন্টারনেট ও ফোন কল করার সুবিধা রয়েছে।