Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে শুধু বহু নির্বাচনির (এমসিকিউ) মাধ্যমে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার বহু নির্বাচনি প্রশ্নের পাশাপাশি লিখিত পরীক্ষাও থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত ৩ জুলাই ডিনস কমিটির সভায় নতুন নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়। সেখানে আসন্ন শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত হয়েছে।

এমসিকিউ ৪০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৫০ মিনিট সময় থাকবে। সংক্ষিপ্ত আকারের লিখিত প্রশ্ন উত্তরপত্রের মধ্যেই থাকবে এবং সেখানেই উত্তর দিতে হবে। দুই অংশ মিলিয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের ফলকে ১০০ নম্বর হিসাব করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো। এর মধ্যে ১২০ নম্বর থাকত এমসিকিউ পরীক্ষায় এবং ৮০ নম্বর থাকত এসএসসি ও এইচএসসি পরীক্ষার গ্রেড পয়েন্টের ভিত্তিতে।