শাহিদ কাপুর অভিনীত ছবি ‘কবীর সিং’ মাত্র পাঁচ দিনেই বাজিমাত করেছেন। কেননা এ পর্যন্ত ছবিটি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। এখন প্রতিযোগিতা শুধু সালমান খানের ‘ভারত’ ছবির সঙ্গে।
#KabirSingh versus the biggies… Days taken to reach ₹ 💯 cr… 2019 releases [screen count in brackets]…
⭐️ #Bharat: Day 4 [4700]
⭐️ #KabirSingh: Day 5 [3123]
⭐️ #Kesari: Day 7 [3600]
⭐️ #GullyBoy: Day 8 [3350]
⭐️ #TotalDhamaal: Day 9 [3700]
Nett BOC. India biz.— taran adarsh (@taran_adarsh) June 26, 2019
এদিকে, বক্স অফিসের হিসাব বলছে সালমান-ক্যাটরিনার ‘ভারত’ থেকে বেশি দূরে নেই শহিদ-কিয়ারার ‘কবীর সিং’। এছাড়া ছবিটির গ্রহণযোগ্যতা এতটাই যে প্রথম সপ্তাহ শেষে ১৩০ কোটির ক্লাবেও ঢুকে যেতে পারে।
এখন এই ছবির তুলনা চলছে ভিকি কৌশলের ছবি ‘উরি’র সঙ্গে। তবে এর পিছনে একটি অন্য যুক্তি রয়েছে বলে মনে করছে অনেকে। ‘ভারত’ এখন বক্স অফিস থেকে সরে যাওয়ার পথে।
.@shahidkapoor and @Advani_Kiara’s #KabirSingh is minting money at the box-office during the weekdays as well. https://t.co/gW9EQk9oTw
— Filmfare (@filmfare) June 27, 2019
তাপসী পান্নুর ‘গেম ওভার’ কয়েকদিন ভাল পারফর্ম্যান্স দিয়ে এবার হল থেকে বিদায় নিতে চলেছে। তাই হিন্দি ছবির নির্ভেজাল দর্শকের কাছে এখন ‘কবীর সিং’ বড় পাওয়া। তাই খুব দ্রুত বাড়ছে ব্যবসা।