বর্তমান বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে এই তারকা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ২০১৯-এই বিয়ের পিঁড়িতে বসবেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর মাসেই নাকি ছোটবেলার বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বরুণ। নিক-প্রিয়াঙ্কার ‘ওয়েডিং প্ল্যানারকে’ দিয়েই বরুণ বিয়ের আসরের সাজগোজ করাবেন বলেও খবর।
Is @Varun_dvn getting married in November?https://t.co/UNyuhwj5Qr
— Bollywood Hungama (@Bollyhungama) August 20, 2019
জানা গেছে, নিজের জীবনের এই বিশেষ দিনটিকে মনের মতো করে সাজিয়ে তুলতে চান বরুণ। তবে ইদানিং বলিউড তারকাদের যেভাবে দেশের বাইরে বিয়ে করার হিড়িক লেগেছে, সেদিকে পা বাড়াচ্ছেন না বরুণ ধাওয়ান। পরিবার আর ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসতে চান।
প্রথমে গোয়ায় বরুণ-নাতাসার বিয়ের আসর বসবে বলে শোনা যায়। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় পরিকল্পনা। জানা যাচ্ছে, যোধপুরে রাজকীয়ভাবেই বসতে পারে বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের আসর।
চলচ্চিত্রে বরুণ ধাওয়ানের শুরুটা ২০১০ সালে। ওই বছর ‘মাই নেম ইজ খান’ ছবিতে তিনি ছিলেন সহকারী পরিচালক। তবে তিনি অভিনয় শুরু করেছেন আরো দুই বছর পর। তার প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। এরপর এক ডজন ছবিতে অভিনয় করেছেন।