‘থ্রি ইডিয়টস’-এর পর আবার পর্দায় ফিরছে আমির খান ও কারিনা কাপুর জুটি। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাদের। সম্প্রতি ছবির লোগো লঞ্চ করেছেন আমির খান। নায়কের এবারের জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’র কথা ঘোষণা করার পর থেকেই দর্শক মুখিয়ে রয়েছেন এ ছবির জন্য।
View this post on Instagram
#AamirKhan as #laalsinghchaddha on the sets in Chandigarh #photooftheday #sunday
এদিকে ইনস্টাগ্রামে ‘লাল সিং চাড্ঢা’ ছবিতে আমির খান ও কারিনা কাপুর খানের লুক ভাইরাল হয়েছে। শুটিং সেটে ঢোকার সময় কারিনা কাপুর ছিলেন একেবারে সাদামাটা পোশাকে।
গোলাপি কামিজ আর সাদা সালোয়ার, সঙ্গে দোপাট্টা। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন আমির খান। পাঞ্জাবের এক তরুণের বেশে সম্প্রতি দূর থেকে ক্যামেরাবন্দী করা হয় তাঁকে।
১৯৮৬ সালে ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসটি লিখেছেন মার্কিন লেখক উইনস্টোন গ্রুম। ১৯৯৪ সালে এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনা এবং সেরা অভিনয়-সহ আরও তিনটি বিভাগে মোট ছয়টি অস্কার জিতে নেয়।
সেই অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’এর রিমেক তৈরি করছেন আমির খান।ছবির নাম‘লাল সিং চাড্ডা’। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করতেও দেখা যাবে আমিরকে।