পাকিস্তানের পেশোয়ারে মারা গেলেন বলিউড তারকা শাহরুখ খানের চাচাতো বোন নূর জিহান। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। নূর জিহান তাঁর শহরের একজন কাউন্সিলর ছিলেন। তাঁর পাশের শহরের কাউন্সিলের সদস্য মিয়ান জুলফিকার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
#ShahRukhKhan’s Pakistani Cousin Noor Jehan Dies Battling Cancer at 52 in Peshawarhttps://t.co/d5bSStMIsY
— LatestLY (@latestly) January 29, 2020
নূর জিহানের স্বামী আসিফ বোরহান পাকিস্তানি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন নূর জাহান। অবশেষে ২৮ জানুয়ারি ক্যানসারের কাছে হার মেনে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।
রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ছিলেন নূর জিহান। জেলা ও শহর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পেশোয়ারের একটি (পিকে-৭৭) আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।