Photo Credit: Bear Grylls/twitter

ভারতের প্রধানমন্ত্রীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ‘Man vs Wild’-র শ্যুটিংয়ে নামলেন থালাইভা। প্রচারের অপেক্ষায় রয়েছেন ভারত তো বটেই সারা বিশ্বের ভক্তরা।

জনপ্রিয় হোস্ট বিয়ার গ্রিলসের ডিসকভারি চ্যানেলের বিখ্যাত শো ‘Man vs Wild’ এ দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। সেই শোয়ের শ্যুটিংয়ের শুরুতেই পায়ের গোড়ালিতে হালকা চোট পান থালাইভা। বুধবার রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বিয়ার।

শুটিং শুরুর আগেই বিয়ার গ্রিলস টুইট করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের এপিসোড টেলিভিশনে এক ইতিহাস গড়েছে। সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় ৩৬০ কোটি প্রতিক্রিয়া পাওয়া গেছে। যা ইতিহাসে কোনো অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ। আর এবার আমার সঙ্গে যোগ দেবেন রজনীকান্ত। এর ভেতর দিয়েই তাঁর ছোট পর্দায় অভিষেক ঘটবে।’

অন্যদিকে রজনীকান্ত টুইটে বিয়ার গ্রিলসের সঙ্গে কাটানো সময়কে বর্ণনা করেছেন ‘ভোলা যাবে না বলে’। লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিয়ার গ্রিলস। এমন অভিজ্ঞতা জীবনে ভোলা যাবে না। তোমাকে ভালোবাসি।’