CORONAVIRUS

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১১ জন। মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। সুস্থ্য হয়েছেন ১৬ জন।

জেলায় সবচেয়ে বেশি মত্যু ও আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায়। এই পর্যন্ত সিটি কর্পোরেশনের তিন অঞ্চলে (সদর-সিদ্ধিরগঞ্জ) মারা গেছেন ১৬ জন ও আক্রান্ত ৩১৭ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৯৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।