Coronavirus: দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

0
66
breaking news

দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে জাতীয় রোগত্বত্ত বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

উল্লেক্ষ, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৪৫ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ১৪৫ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৭ হাজার ৩৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ৯৮ হাজার ৪৮৫ জনের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন (৯০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১০ শতাংশ রোগী মারা গেছেন।