Coronavirus: সচেতনতা বাড়াতে কাতারে বাংলা ভাষায় রেডিও চ্যানেল চালু

0
81

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কোভিড-১৯ বিস্তাররোধে আজ থেকে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের জাতীয় ভাষা বাংলায় একটি রেডিও চ্যানেল চালু করেছে।

কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় টুইট বার্তা ও কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, জনগণের স্বার্থে এবং সমাজের সকল স্তরের সচেতনতা বাড়াতে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় ৯৫.৩ এর ফ্রিকোয়েন্সি অনুসারে বাংলা ভাষায় কিউএফএম-এ একটি রেডিও চ্যানেল চালু করেছে।

বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলা ভাষায় বহু সংখ্যক লোকের কাছে করোনা ভাইরাসের সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমপ্লিফায়ার এবং স্পিকারযুক্ত ১০টি গাড়ির মাধ্যমে প্রচারণা চালাবে মন্ত্রণালয়। সেই সাথে বাসায় ও গাড়িতে বসেও শুনা যাবে বাংলা এই রেডিও।