শিরোনাম দেখলেই মোটামুটি আন্দাজ করে নেওয়া যায়। কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। পেরু কী আর এমন প্রতিপক্ষ! কিন্তু ২০১৬ কোপা আমেরিকা স্মরণ থাকলে ব্রাজিল সমর্থকদের এমন কথা মনে না আসাই স্বাভাবিক। সেবার এই পেরুর কাছে হেরেই গ্রুপপর্ব থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। আর আজ কোপার সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে তো স্রেফ উড়িয়ে দিয়েছে ‘লস ইনকাস’রা।
Fizeram de novo! O Peru 🇵🇪 igualou sua maior vitória histórica contra o Chile 🇨🇱 em uma partida não amistosa: 3 a 0 na #CopaAmerica de 1949. pic.twitter.com/GyjPG9y781
— Copa América (@CopaAmerica) July 4, 2019
টানা তৃতীয় ফাইনাল খেলার স্বপ্নে বিভোর চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে পেরু।
প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ১৯৭৫ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা পেরু। সতীর্থের বাড়ানো ক্রসে আন্দ্রে কারিলো হেড করার পর দূরের পোস্টে থাকা এদিসন ফ্লোরেস দারুণ ভলিতে জাল খুঁজে নেন।
৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। চিলি শেষ গোলটি হজম করে ম্যাচের যোগ করা সময়ে। ৯১ মিনিটে অফ সাইডের ফাঁদ ভেঙে চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে পেরুকে তৃতীয় গোলটি এনে দেন পাওলো গুয়েরেরো।
রিও দে জেনেইরোতে আগামী রোববার রাত ২টায় শিরোপা লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।