মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত যা অর্জন করতে পারেনি প্রোটিয়া ক্রিকেটাররা, প্রকৃতির কৃপায় এবার সেটা মিলল। দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজের আজকের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। প্রথম তিন ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকার পাশে প্রথমবারের মতো যোগ হয়েছে ১ পয়েন্ট।
It’s bad news from the Hampshire Bowl as today’s match has now been abandoned 🌧️
South Africa and West Indies will pick up a point apiece. pic.twitter.com/FDoGt4zf5U
— Cricket World Cup (@cricketworldcup) June 10, 2019
সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৭.৩ ওভারেই হারিয়ে বসেছিল ২ উইকেট। শেলডন কট্রেলের তোপে হাশিম আমলা (৬) ও এইডেন মারক্রামকে (৫) হারিয়ে স্কোরে জমা করেছিল তারা ২৯ রান।
কট্রেল ৪ ওভারে ১৮ রান দিয়ে পেয়েছে দুটো উইকেটই। ক্যারিবিয়ান পেসারের ঝড় স্থায়ী হতে দেয়নি বেসরিক বৃষ্টি। ম্যাচের অষ্টম ওভারে বাগড়া দেওয়ার পর থেমে থেমে হয়েছে বৃষ্টি।
কয়েক দফা ম্যাচ পরিদর্শনের পর বাংলাদেশ সময় সোয়া ৯টায় (স্থানীয় সময় সোয়া ৪টা) পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা।