স্পিন দিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায় তারা। এশিয়ার আরেক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও তারা হারের শঙ্কায় ফেলেছিল। তবে শেষ হাসি হাসতে পারেনি দলটি। শনিবার ইমাদ ওয়াসিমের দারুণ ব্যাটিংয়ে ২ বল হাতে রেখে ৩ উইকেটের নাটকীয় জয় পেলো পাকিস্তান।
Imad Wasim has won it for Pakistan!
A quite brilliant 49 not out seals an epic three-wicket win for his side.#CWC19 | #PAKvAFG | #WeHaveWeWill pic.twitter.com/xxgHX2RGJg
— Cricket World Cup (@cricketworldcup) June 29, 2019
লিডসের হেডিংলিতে শনিবার ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। ২ বল বাকি থাকতে ২২৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা।
টানা তৃতীয় জয়ে পাকিস্তান জায়গা করে নিলো পয়েন্ট টেবিলের শেষ চারে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তারা।
Pakistan go fourth in the #CWC19 standings 👀 #WeHaveWeWill pic.twitter.com/FfH5JjC6PM
— Cricket World Cup (@cricketworldcup) June 29, 2019
স্বাগতিকদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে চতুর্থ স্থানে সরফরাজ আহমেদের দল।
সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখে আগামী ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে লর্ডসে খেলবে তারা এই পর্বের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২২৭/৯ (রহমত ৩৫, গুলবাদিন ১৫, শাহিদি ০, ইকরাম ২৪, আসগর ৪২, নবি ১৬, নাজিবউল্লাহ ৪২, সামিউল্লাহ ১৯*, রশিদ ৮, হামিদ ১, মুজিব ৭*; ওয়াসিম ১০-০-৪৮-২, আমির ১০-১-৪১-০, আফ্রিদি ১০-০-৪৭-৪, হাফিজ ২-০-১০-০, ওয়াহাব ৮-০-২৯-২, শাদাব ১০-০-৪৪-১)
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৩০/৭ (ফখর ০, ইমাম ৩৬, বাবর ৪৫, হাফিজ ১৯, হারিস ২৭, সরফরাজ ১৮, ওয়াসিম ৪৯*, শাদাব ১১, ওয়াহাব ১৫*; মুজিব ১০-১-৩৪-২, হামিদ ২-০-১৩-০, গুলবাদিন ৯.৪-০-৭৩-০, নবি ১০-০-২৩-২, রশিদ ১০-০-৫০-১, সামিউল্লাহ ৮-০-৩২-০)
ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমাদ ওয়াসিম