এখনও পর্যন্ত একটা ম্যাচও বিশ্বকাপের মঞ্চে হারেনি ভারত। বলা ভাল, বিলেতের মাটিতে বইছে ‘নীল ঝড়’। কিন্তু এবার ‘নীল ঝড়’-এর বদলে বইতে পারে ‘কমলা ঝড়’। আজ বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে কোহলি ব্রিগেড। কিন্তু এই ম্যাচে নীল জার্সিতে দেখা যাবে না ‘মেন ইন ব্লু’-কে।
Presenting #TeamIndia‘s Away Jersey 🤩🤩🇮🇳🇮🇳 What do you make of this one guys? #TeamIndia #CWC19 pic.twitter.com/TXLuWhD48Q
— BCCI (@BCCI) June 28, 2019
বিরাটরা এবার হবেন ‘মেন ইন অরেঞ্জ’। মর্গ্যান বাহিনীর বিরুদ্ধে কমলা জার্সিতেই খেলতে দেখা যাবে রোহিত-ধোনিদের। আইসিসির নয়া নিয়মের ফলেই ভারতের এই জার্সি বদল।
আইসিসির নয়া নিয়ম অনুযায়ী একই রঙের জার্সি পড়ে খেলতে পারবে না দুই দল। সেক্ষেত্রে হোম টিমের জার্সি থাকবে অপরিবর্তিত।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের নয়া জার্সি নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও ক্রিকেটমহলে।
অনেকে এই কমলা জার্সিকে বাইশ গজে মোদি ঝড়ের প্রভাব বলেও ব্যাখ্যা করেছেন। তবে সবকিছুকে পেছনে ফেলে আপাতত রবিবাসরীয় ম্যাচ নিয়ে ফোকাস করতে চায় বিরাট শিবির।