শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার কাছে টানা দুই ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। আজ এজবাস্টনে ভারতকে ৩১ রানে পরাজিত করেছে মরগানের দল।
- Cricket World Cup 2019: সেমিফাইনালে কোন চারটি দল যাবে ?
Here’s how the #CWC19 table looks after today’s result 👀
Remarkably, none of India, New Zealand, England, Bangladesh, or Pakistan have qualified for the semi-finals, but all have their fate in their own hands!
Who do you think will end in the top four? pic.twitter.com/DM3sHRLoA3
— Cricket World Cup (@cricketworldcup) June 30, 2019
ভারতের বিপক্ষে আজকের জয়ের পর ইংল্যান্ডের সেমিফাইনালে খেলার পথ অনেকটা সহজ হয়ে গেল । ৮ ম্যাচে তাদের ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে গেল তারা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। না জিতলেও অন্যদল গুলোর পয়েন্টের যোগ বিয়োগে টিকে থাকতে পারে ।
কিন্তু ইংলিশদের এই জয়ের ফলে বাংলাদেশ সেমি-ফাইনালের স্বপ্ন অনেকটা কঠিন হয়ে গেল । শুধু বাংলাদেশ নয়, শ্রীলংকা এবং পাকিস্তানেরও সেমি-ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেল । সবাই ভারতের জয় চেয়েছিল । এবারের বিশ্বকাপে এটি ভারতের প্রথম হার হলেও পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
অপরদিকে ষষ্ঠ তালিকায় থাকা বাংলাদেশ বাকি দুই খেলাতে জিতলেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ইংল্যান্ডের দিকে।