রোহিত শর্মার দুরন্ত গতিতে এগিয়ে চলছেন। তার টানা তৃতীয় সেঞ্চুরির সঙ্গে লোকেশ রাহুলও ছিলেন দুর্দান্ত। দুজনের শতকে রাউন্ড রবিনের শেষ ম্যাচে ৩৯ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারালো ভারত।
India finish the #CWC19 group stages with a win!
Rohit Sharma and KL Rahul’s centuries made the chase into a cruise after Jasprit Bumrah’s 3/37 kept Sri Lanka to 264/7#SLvIND pic.twitter.com/F8dNE0jSLe
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
লিডসের হেডিংলিতে আগে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে ৭ উইকেটে ২৬৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে দুই সেঞ্চুরিতে ৪৩.৩ ওভারে ৩ উইকেটে ২৬৫ রান করে ভারত।
৯ ম্যাচে সপ্তম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে ভারত। তবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারালে দ্বিতীয় স্থানে নামতে হবে বিরাট কোহলির দলকে।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরাহ। বাকি চার বোলার নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬৪/৭ (করুনারত্নে ১০, কুসল পেরেরা ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১০-০-৭৩-১, বুমরাহ ১০-২-৩৭-৩, পান্ডিয়া ১০-০-৫০-১, জাদেজা ১০-০-৪০-১, কুলদীপ ১০-০-৫৮-১)
ভারত: ৪৩.৩ ওভারে ২৬৫/৩ (রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪*, পান্ত ৪, পান্ডিয়া ৭*; মালিঙ্গা ১০-১-৮২-১, রাজিথা ৮-০-৪৭-১, উদানা ৯.৩-০-৫০-১, থিসারা ১০-০-৩৪-০, ডি সিলভা ৬-০-৫১-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা