২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা (ICC Cricket World Cup 2019 Fixtures, Scores, BD, GMT, UK, IST Time)। অন্যদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাইং চ্যাম্পিয়ন আফগানিস্তানের বিপক্ষে ১লা জুন ব্রিসবেনে দিন / রাতের ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে।
আরো পড়ুন:
বুধবার কলকাতায় আইসিসির প্রধান নির্বাহীদের সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে । সেই সূচি অনুযায়ী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওভালে । পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির ম্যাচ খেলবে। ৮ জুন কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশ প্রাথমিক পর্বের শেষ দিবারাত্রির ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে । প্রাথমিক পর্বে ৮ ভেন্যুতে বাংলাদেশ খেলবে মোট ৯ ম্যাচ।
এরপর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ৯ জুলাই ম্যানচেস্টার, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। প্রাথমিক পর্বের খেলার ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সুযোগ পাবে কি না ।
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
২ জুন | দক্ষিণ আফ্রিকা | ওভাল |
৫ জুন | নিউজিল্যান্ড | ওভাল (দিবারাত্রি) |
৮ জুন | ইংল্যান্ড | কার্ডিফ |
১১ জুন | শ্রীলঙ্কা | ব্রিস্টল |
১৭ জুন | ওয়েস্ট ইন্ডিজ | টন্টন |
২০ জুন | অস্ট্রেলিয়া | নটিংহ্যাম |
২৪ জুন | আফগানিস্তান | সাউদাম্পটন |
২ জুলাই | ভারত | বার্মিংহাম |
৫ জুলাই | পাকিস্তান | লর্ডস (দিবারাত্রি) |
Comments are closed.