আরেকটি প্রতিযোগিতা পিছিয়ে গেল! করোনাভাইরাসের প্রভাবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত করা হয়েছে। ২০২১ সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া লড়াইয়ে সামনের জুলাইয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। কিন্তু বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ রোগে বাছাই স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
Two ICC qualifying events, including the Women’s Cricket World Cup Qualifier in Sri Lanka, have been postponed due to the COVID-19 pandemic.
Read more 👉 https://t.co/ghCHHrKatm pic.twitter.com/3sgHaq91Cu
— ICC (@ICC) May 12, 2020
আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদস্য দেশ, সংশ্লিষ্ট সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে দুই টুর্নামেন্টেরই সূচি ঠিক করা হবে বলে জানানো হয়।
বাংলাদেশসহ ১০ দল নিয়ে আগামী ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব। যেখান থেকে আগামী বছর নিউ জিল্যান্ডে হতে যাওয়া মূল টুর্নামেন্টের টিকেট পাবে তিন দল।
মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে আইসিসি স্থগিত করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ ডিভিশন-২-এর খেলাও। ২০২২ সালের যুব বিশ্বকাপ সামনে রেখে ডেনমার্কে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই হওয়ার কথা ছিল ২৪ থেকে ৩০ জুলাই।