স্টাইলিশ বামহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন । সোমবার মুম্বইতে সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দিলেন ২০১১-র বিশ্বকাপের এই ‘হিরো’। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ান-ডে ও ৫৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যুবি ।
Yuvraj Singh: After 25 years in and around the 22 yards and almost 17 years of international cricket on and off, I have decided to move on. This game taught me how to fight, how to fall, to dust off, to get up again and move forward pic.twitter.com/NI2hO08NfM
— ANI (@ANI) June 10, 2019
২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে অভিষেক হয়েছিল যুবরাজের। ২০০৭-এ স্কটল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ভারতের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন।
The man who starred in India’s 2007 World T20 and 2011 World Cup victories, @YUVSTRONG12 announces his retirement from International cricket.
What’s your favourite #YuvrajSingh moment in international cricket? pic.twitter.com/7Bw5LnwOFG
— BCCI (@BCCI) June 10, 2019
২০১১ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন যুবরাজ। ৩৬২ রান ও ১৫টি উইকেট নিয়ে সেবার টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পরেই যুবির ক্যান্সার ধরা পড়ে।
ক্যান্সারের সাধে লড়াই করে খেলায় ফিরেছিলেন যুবরাজ । ২০১২ সালে শেষবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন যুবরাজ। ২০১৭ সালে শেষবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তাঁকে দেশের জার্সি গায়ে দেখা গিয়েছিল।
২০১৯ আইপিএল-এও প্রায় অবিক্রিত ছিলেন যুবি। তবে শেষ মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স তাকে কিনেছিল । যদিও মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান যুবরাজ।
এখন ভারতীয় বোর্ডের অনুমোদন পেলে বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলতে পারবেন যুবরাজ। তাঁর কাছে কানাডা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড থেকে টি-টোয়েন্টি খেলার প্রস্তাব এসেছে ।