সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন এমন চারজনকে ছেঁটে ফেলা হয়েছে, পরিবর্তে ডাকা হয়েছে দশজনকে! সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
Sri Lanka name 22 member squad for the Bangladesh ODIs –
Dimuth Karunaratne – Captain
Kusal Janith Perera
Avishka Fernando
Kusal Mendis
Angelo Mathews
Lahiru Thirimanne
Shehan Jayasuriya
Dhananjaya de Silva
N Dickwella
L Malinga
Squad ➡️https://t.co/Up9JkJSVbz #SLvBAN pic.twitter.com/HgRzbHYjsL— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 19, 2019
বিশাল স্কোয়াডে চমকও বিশাল। বাদ পড়েছেন সুরঙ্গা লাকমল, মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভ্যান্ডারসে ও জীবন মেন্ডিস।
ফিরেছেন নিরোশান ডিকভেলা, আভিশকা গুনাথিলাকা, আকিলা দনঞ্জয়া ও লাকশান সান্দাকানের মতো পরিচিত ক্রিকেটাররা।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই দেশের মাটিতে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
ওয়ানডের শ্রীলঙ্কা দল:
দিমুথ করুনারত্নে, কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা দনাঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকশান সান্দক্যান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশঙ্কা।