লর্ডসে গত ১৪ জুলাই ফাইনালে অবিশ্বাস্য এক ইনিংস খেলে বেন স্টোকস ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। একই রূপে তিনি হাজির হলেন অ্যাশেজের তৃতীয় টেস্টে।
ENGLAND HAVE WON BY ONE WICKET!#ASHES
— ICC (@ICC) August 25, 2019
চতুর্থ দিন ব্যাট হাতে তার বীরত্বপূর্ণ ইনিংসে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে অ্যাশেজে ১-১ এ সমতা ফেরালো ইংল্যান্ড। অজিদের ৩৫৯ রানের লক্ষ্য তারা ছোঁয় ৯ উইকেটের বিনিময়ে।
শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ যখন উইকেটে গিয়েছিলেন, ইংল্যান্ডের জিততে তখনও প্রয়োজন ৭৩ রান। সেই প্রায় অসম্ভবকেই সম্ভব করেছে ইংলিশরা ৭৬ রানের অবিচ্ছিন্ন শেষ জুটিতে।
জুটিতে লিচের অবদান কেবল ১ রান, যে রানে সমতা আসে দুই দলের স্কোরে। এরপর স্টোকসের সেই শটে জয়। শেষ জুটিতে এই অলরাউন্ডারের নিজের রান ৪৪ বলে ৭৪!
AN INCREDIBLE MOMENT!!
AN ABSOLUTE WARRIOR!!
WHAT A MAN @benstokes38!!
Scorecard/Videos: https://t.co/yK4bf7wbfc#Ashes pic.twitter.com/o95fdZd31O
— England Cricket (@englandcricket) August 25, 2019
অথচ দিনের শুরুতে এক পর্যায়ে স্টোকসের রান ছিল ৮১ বলে ৯। অভাবনীয় এক জয়ের নায়ক হয়ে শেষ পর্যন্ত তিনি অপরাজিত ২১৯ বলে ১৩৫ রান করেন। ১১ চারের পাশে ইনিংসে ছক্কা ৮টি!
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৭৯
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৭
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৪৬
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫৯, আগের দিন ১৫৬/৩) ১২৫.৪ ওভারে ৩৬২/৯ (রুট ৭৭, স্টোকস ১৩৫*, বেয়ারস্টো ৩৬, বাটলার ১, ওকস ১, আর্চার ১৫, ব্রড ০, লিচ ১*; কামিন্স ২৪.৪-৫-৮০-১, হেইজেলউড ৩১-১-৮৫-৪, লায়ন ৩৯-৫-১১৪-২, প্যাটিনসন ২৫-৯-৪৭-১, লাবুশেন ৬-০-১৬-০)।
ফল: ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজের তিনটি শেষে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: বেন স্টোকস