রোববার ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডেকে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া ।
Another action-packed day of #Ashes cricket! Steve Smith posted 82 before Pat Cummins struck twice to leave our Aussies needing eight wickets to retain the urn on day five. pic.twitter.com/TOtwu6CR0s
— Cricket Australia (@CricketAus) September 7, 2019
জয়ের জন্য ৩৮৩ রানের বিশাল লক্ষ্য খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে ইংল্যান্ড মাত্র ১৯৭ রান করে গুটিয়ে যায়। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগে প্যাট কামিন্সের তোপে রোরি বার্নস ও রুট শূন্য রানে আউট হয়ে যায় । এরপর ডেনলি (৫৩) ও জেসন রয় (৩১) ৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিলেও তৃতীয় উইকেটে জুটি ভাঙেন কামিন্সই।
বিশ্বের শীর্ষ স্থান অধিকারী টেস্ট বোলার প্যাট কামিন্স ৪৩ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় ।
এরপর জনি বেয়ারস্টো ও জস বাটলার চেষ্টা করেন উইকেটে টিকে থাকার। বেয়ারস্টো ২৫ রানে মিচেল স্টার্কের বলে আউট হন ।
দলীয় ১৭২ রানের মাথায় ৩৪ রান করে বাটলার আউট হন । ইংল্যান্ড জয়ের জন্য লড়াই করতে পিছপা হয়নি । কিন্তু কেও তেমন কোন শক্ত প্রতিরোধ করতে পারেনি । শেষ রক্ষা ওভারটনকে ২১ রানে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন হেইজেলউড ।
তবে এই ম্যাচটি জয়ের পেছেন স্টিভ স্মিথের ২১১ এবং ৮২ রান অস্ট্রেলিয়ার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এই জয়ের ফলে অ্যাশেজ শিরোপা অস্ট্রেলিয়ার হাতে রয়ে গেল । শেষ টেস্টে ওভালে ইংল্যান্ড জিতলেও সিরিজ হবে ড্র।