চট্টগ্রাম টেস্টে হারের শোধ তোলা হলো না বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও হারলো তারা। মোহাম্মদ নবীর ব্যাটিং ঝড়ে আফগানরা ১৬৫ রানের টার্গেট দিলে স্পিন বিষে ২৫ রানে হেরেছে স্বাগতিকরা।
Afghanistan win by 25 runs!
They have now won 12 consecutive T20Is, beating their own record in men’s cricket! 👏 👏
Four wickets for Mujeeb and an unbeaten 84 from Mohammad Nabi proved too much for Bangladesh.#BANvAFG pic.twitter.com/9X04fdVWuQ
— ICC (@ICC) September 15, 2019
মুজিব উর রহমান ও রশিদ খানের স্পিনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ১৯.৫ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা। এর আগে মোহাম্মদ নবীর ব্যাটে ৬ উইকেটে ১৬৪ রান করেছিল আফগানিস্তান।
রান তাড়ায় বাংলাদেশ কখনোই সেভাবে জাগাতে পারেনি জয়ের সম্ভাবনা। শেষ ওভারে অলআউট হয় ১৩৯ রানে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুজিব নিয়েছেন ১৫ রানে ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৪/৬ ( রহমানউল্লাহ ০, জাজাই ১, তারাকাই ১১, আসগর ৪০, নাজিবউল্লাহ ৫, নবি ৮৪*, নাইব ০, করিম ৫*; সাইফ ৪-০-৩৩-৪, সাকিব ৪-১-১৮-২, মুস্তাফিজ ৪-০-২৫-০, তাইজুল ৪-০-৩২-০, সৌম্য ২-০-৩১-০, মোসাদ্দেক ১-০-১২-০, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৩৯ (লিটন ০, মুশফিক ৫, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ৪৪, সৌম্য ০, সাব্বির ২৪, আফিফ ১৬, মোসাদ্দেক ১২, সাইফ ২, তাইজুল ০*, মুস্তাফিজ ১৫; মুজিব ৪-০-১৫-৪, ফরিদ ২.৫-০-৩৩-২, করিম ৩-০-২৭-০, নবি ২-০-১১-০, রশিদ ৪-০-২৩-২, নাইব ৪-০-২৭-২)।
ফল: আফগানিস্তান ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নবি