সাকিব আল হাসানকে অধিনায়ক করে আগামী মাসে ভারতের বিপক্ষে টি২০ সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Bangladesh 15-man squad for the T20I series against India.#BANvInd #T20I pic.twitter.com/Sy5gAY2D1r
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2019
বিশ্রামে থাকা তামিম ইকবালের সাধে দলে ফিরেছেন সৌম্য সরকার । এছাড়া দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার আল-আমিন হোসেন এবং স্পিনার আরাফাত সানি।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৫ সালে টি২০ ম্যাচ খেলেন আল-আমিন। অন্যদিকে আরাফাত সানিকে টি২০ ম্যাচে সর্বশেষ দেখা যায় ২০১৬ সালে।
২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে ছিলেন আল-আমিন। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে কোনো ম্যাচ না খেলেই তাকে দেশে ফিরতে হয়। তখন থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার।
অন্যদিকে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগের কারণে জাতীয় দলে ডাক পাননি সানি।
Fixture of 3-match T20I series between Bangladesh and India.#BANvIND #T20I pic.twitter.com/1GLv59ywAV
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2019
সর্বশেষ টি২০ স্কোয়াডে থাকা সাব্বির রহমান, নাজমুল শান্ত, তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন বাদ পড়েছেন।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে।
বাংলাদেশ টি২০ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মাদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।