ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ মানেই যেন সুপার ওভার রোমাঞ্চ! যার প্রমাণ মিললো আবার। বিশ্বকাপ ফাইনালে শেষ অঙ্কে ছিল শ্বারূদ্ধকর নাটকীয়তা! সেই দৃশ্যই যেন পুনরায় মঞ্চস্থ হলো অকল্যান্ডে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে।
It was déjà vu in Auckland, as England battled New Zealand to a tie, before trumping them in the Super Over once again, to clinch the T20I series 3-2.#NZvENG REPORT 👇https://t.co/HHElRzBoHK
— ICC (@ICC) November 10, 2019
বিশ্বকাপে বাউন্ডারি কাউন্টে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হলেও এবার অবশ্য শ্রেষ্ঠত্ব ছিল ইংলিশদেরই। সুপার ওভারে জিতে সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে এউইন মরগানের দল।
বৃষ্টির কারণে নির্ধারিত ম্যাচটি ছিল ১১ ওভারের। মার্টিন গাপটিলের ২০ বলের ঝড়ো হাফসেঞ্চুরি ও কলিন মুনরোর ২১ বলে করা ৪৬ রানে ৫ উইকেটে ১৪৬ রান করে নিউজিল্যান্ড।
সমান তালে জবাব দিতে থাকা ইংল্যান্ড বেয়ারস্টোর ১৮ বলে করা ঝড়ো ৪৭ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে পায় কিউইদের সমান স্কোর। টাই হওয়াতে ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে।
WHAT A GAME!
Another Super Over. Another England win. But this time by a comfortable margin of nine runs.
The visitors take the series 3-2 after a rollicking evening in Auckland.#NZvENG SCORECARD👇https://t.co/GDmzXyby2C pic.twitter.com/Etvn8sFgqf
— ICC (@ICC) November 10, 2019
সুপার ওভারে কিউই অধিনায়ক টিম সাউদির ওভারে মর্গ্যান মারেন এক ছক্কা, বেয়ারস্টো একটি। আসে ১৭ রান। নিউ জিল্যান্ডের হয়ে নেমেছিলেন গাপটিল ও সাইফার্ট। প্রথম দুই বলে এসেছিল ৭ রান। কিন্তু এরপর সাইফার্টকে ফিরিয়ে দেন জর্ডান। কলিন ডি গ্র্যান্ডহোম নেমে করতে পারেননি কিছু।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৫ (গাপটিল ৫০, মানরো ৪৬, ডি গ্র্যান্ডেহোম ৬, সাইফার্ট ৩৯, নিশাম ১*, টেইলর ৩; স্যাম কারান ২-০-৩৩-১, টম কারান ২-০-৩০-১, জর্ডান ২-০-২৮-০, রশিদ ৩-০-৩৪-১, সাকিব ২-০-২০-১)।
ইংল্যান্ড: ১১ ওভারে ১৪৬/৭ ( ব্যান্টন ৭, বেয়ারস্টো ৪৭, ভিন্স ১, মর্গ্যান ১৭, স্যাম কারান ২৪, বিলিংস ১১*, গ্রেগোরি ৬, টম কারান ১২, জর্ডান ১২*; বোল্ট ৩-০-৩৫-২, সাউদি ২-০-২২-১, স্যান্টনার ২-০-২০-২, কুগেলাইন ১-০-২০-০, সোধি ১-০-২২-০, নিশাম ২-০-২৫-২)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে ইংল্যান্ড জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো
ম্যান অব দা সিরিজ: মিচেল স্যান্টনার