বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত বোলিং করছেন মোহাম্মদ আমির। খুলনা টাইগার্সের ফাইনালে ওঠার পথে তার অবদান অনেক। ওদিকে আরেক ফাইনালিস্ট রাজশাহী রয়্যালসের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন মোহাম্মদ ইরফান। অথচ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদেরই কিনা জায়গা হয়নি পাকিস্তান দলে! ঘরের মাঠের সিরিজে প্রায় ‘নতুন’ এক দলই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ICYMI: Pakistan squad for Bangladesh T20Is named
Full Video: https://t.co/x6P8ag32EP
More: https://t.co/qp1JTrXISa#PAKvBAN pic.twitter.com/UzCK3ECAlt
— Pakistan Cricket (@TheRealPCB) January 16, 2020
২৪ থেকে ২৭ জানুয়ারি- পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। যে দলে নতুন তিন মুখ- ব্যাটসম্যান আহসান আলী, অলরাউন্ডার আমাদ বাট ও পেসার হারিস রউফ। তাদের সঙ্গে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।
প্রথমবার সুযোগ পেলেও হারিস রউফের ডাক পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল। কিছুদিন আগেও খুব পরিচিত ছিল না তার নাম। পাকিস্তান সুপার লিগে খেলেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে খেলছিলেন ক্লাব ক্রিকেটে। সেখানে তার বোলিং নজর কাড়ে বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার্সের। চোটে থাকা ডেল স্টেইনের বদলে বিগ ব্যাশে সুযোগ দেওয়া হয় রউফকে।
কিংবদন্তি স্পিনার আব্দুল কাদিরের ছেলে উসমান কাদির জায়গা ধরে রেখেছেন। এখনও অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। অস্ট্রেলিয়ায় অভিষেক টি-টোয়েন্টিতে ভালো করতে না পারা ফাস্ট বোলার মোহাম্মদ মুসাও টিকে গেছেন।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলি. আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।