এবারও দলবদলের বাজারের সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নানা নাটকের জন্ম দিয়ে, দুই ক্লাবের মধ্যে ঘোরতর শত্রুভাবাপন্ন পরিস্থিতি সৃষ্টি করে দুই বছর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন।
পিএসজির প্রাক-মৌসুম অনুশীলনের প্রথম দিনে সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ২৭ বছর বয়সী নেইমারের। সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনায় যোগ দিতে পারেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
Club statement – Neymar Jr 📍
👉 https://t.co/4b7RnN0qle pic.twitter.com/f0AJIX9qLf
— Paris Saint-Germain (@PSG_English) July 8, 2019
এক সাক্ষাৎকারে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানান, “নেইমার পিএসজি ছেড়ে যেতে পারে, যদি প্রস্তাবটা সবার জন্য মানানসই হয়।”
“কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না কেউ কিনতে চায় কিনা বা চাইলে কি দামে কিনতে চায়। যেসব খেলোয়াড়রা থাকতে চায় এবং বড় কিছু গড়ে তুলতে চায় পিএসজি তাদের উপর নির্ভর করতে চায়।”
পিএসজি এক বিবৃতিতে বলে, “নেইমার জুনিয়র নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত ছিল না। আর এটা ছিল ক্লাবের পূর্ব অনুমোদন ছাড়াই। এই পরিস্থিতিতে ক্লাব হতাশ।”
Anyone looked in Barcelona? 👀 pic.twitter.com/9lDdjYMeoZ
— B/R Football (@brfootball) July 8, 2019
পিএসজি থেকে নেইমারকে নিয়ে যাওয়া যে সহজ হবে না, সেটা বুঝিয়ে দিয়েছেন লিওনার্দো। পিএসজির দাবি অনুযায়ী অর্থ পরিশোধ করলেই কেবলমাত্র নেইমারকে নিয়ে যেতে পারবে বার্সেলোনা, ‘এই দলবদলটা যদি হয়, অনেক কিছুর ওপর প্রভাব ফেলবে। শুধু আবেগকে প্রাধান্য দিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ দলবদল হয় না, অনেক অর্থের বিষয়ও জড়িয়ে থাকে।’
২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। লিগ ওয়ানে ৩৭ ম্যাচে ৩৪ গোল করে প্রতিযোগিতায় পিএসজির টানা দুটি শিরোপা জয়ে অবদান রাখেন নেইমার।