শুরু হয়ে গেল ব্যক্তিগত পুরস্কার জেতার দৌড়। ‘দ্য বেস্ট’ বা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনিতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যে তালিকায় প্রত্যাশামতোই আছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। ১০ জনের এই তালিকায় গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের খেলোয়াড়দের দাপট। তবে সংক্ষিপ্ত তালিকায় এবারও জায়গা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।
🚨 Ready? 🚨#TheBest Men’s Player nominees:
🇵🇹@Cristiano
🇳🇱@DeJongFrenkie21
🇳🇱 Matthijs de Ligt
🇧🇪@hazardeden10
🏴@HKane
🇸🇳 Sadio Mane
🇫🇷@KMbappe
🇦🇷 Lionel Messi
🇪🇬@MoSalah
🇳🇱@VirgilvDijkVoting NOW OPEN 👇https://t.co/nw6p9KIcc6
— FIFA.com (@FIFAcom) July 31, 2019
ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতি বছর ব্যক্তিগত পুরস্কারে অনেক প্রাপ্তি যোগ হয় ফুটবলারদের। সেখানে মর্যাদার দিক থেকে উপরের দিকে ফিফার ‘দ্য বেস্ট’।
বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা দিয়ে থাকে এই ট্রফি। বছর ঘুরে আবারও শুরু হয়ে গেল ব্যক্তিগত এই পুরস্কারটির লড়াই।
জাতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে সাংবাদিক ও ভক্তদের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার।
সব বিভাগ থেকে ২৫ শতাংশ ভোট মিলিয়ে নির্বাচন করা হবে সেরা খেলোয়াড়। ২৩ সেপ্টেম্বর ইতালির মিলানের জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন যারা:
ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)– জুভেন্টাস
ফ্রেঙ্কি দি ইয়ং (নেদারল্যান্ডস)– আয়াক্স/ বার্সেলোনা
মাটাইস ডি লিখট (নেদারল্যান্ডস)– আয়াক্স/ ইউভেন্তুস
এদেন আজার (বেলজিয়াম)– চেলসি/ রিয়াল মাদ্রিদ
হ্যারি কেইন (ইংল্যান্ড)– টটেনহ্যাম হটস্পার
সাদিও মানে (সেনেগাল)– লিভারপুল
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)– পিএসজি
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- এফসি বার্সেলোনা
মোহামেদ সালাহ (মিশর)– লিভারপুল
ভার্জিল ভন ডাইক (নেদারল্যান্ডস)– লিভারপুল