ইউরোপিয়ান ফুটবলের দুই দৈত্য় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হচ্ছে এই মৌসুমে প্রথম ‘এল ক্লাসিকো’ মহারণে। বুধবার দিবাগত রাত ১ টায় স্পেনে খেলা শুরু হবে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে হবে এই ম্যাচ।
হাইভোল্টেজ এই ম্য়াচের উত্তাপ সারা দুনিয়াব্যাপী। সারা পৃথিবীর ফুটবল প্রেমিরা অপেক্ষা করে থাকেন এই ম্য়াচের জন্য়।
ফেসবুকে পেজে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হবে।