IPL 2020 Auction: প্রতিবাদ-বিক্ষোভের মাঝেই নিলাম

0
160
photo credit: IPL/twitter

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে গত কয়েক দিন ধরে প্রতিবাদ-বিক্ষোভের মাঝেই বৃহস্পতিবার আইপিএলে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার কলকাতায়। ভারতে নানা হিংসাত্মক ঘটনার কথা শোনা গেলেও সেই অর্থে বড় আঁচ লাগেনি কলকাতার গায়ে। তাই এই পরিস্থিতিতে শহরেই হতে চলেছে আইপিএলের ‌নিলাম।

১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ৩৩২ জন খেলোয়াড়কে নিলামে তোলা হবে। তবে এবারের নিলাম বেশ ছোট আকারের। আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য ৭৩টি জায়গা ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি খেলোয়াড়ের।