মহামারী করোনার কারণে দ্বিতীয় দফায় ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার ২২০ জন নাগরিক। শনিবার (৯ মে) বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা।
বিশেষ এ বিমানে আটজন নিউজিল্যান্ডের নাগরিক এবং সে দেশের স্থায়ী বাসিন্দাও তাদের দেশে ফেরত যান।
ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, গত ১৬ এপ্রিল ফিরে যাওয়া ২৮৫ জন যাত্রীসহ মোট ৫০০ জনেরও বেশি মানুষ এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন।
তিনি বলেন, তারা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো, অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শনিবার ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে তাদের বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার উপস্থিত ছিলেন।
অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন।