সিঙ্গাপুর ক্রিকেট খেলে, এই তথ্যটাই অনেক ক্রিকেটপ্রেমীর মাথা থেকে হারিয়ে যাওয়ার কথা। আশির দশকে দক্ষিণ-পূর্ব এশীয় ক্রিকেট টুর্নামেন্টে এই সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ বেশ কয়েকবার খেলেছিল। তবে এই দেশটির ক্রিকেট কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি।
সেই অবস্থায় বদল আসছে খুব সম্ভবত, গতকাল এক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে তারা। এই সিরিজের অপর দল নেপাল। এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিতল সিঙ্গাপুর।
What a day for Singapore, who secured their first victory over Zimbabwe and just their fourth win in T20Is!
Tim David and Manpreet Singh both hit 41 and Amjad Mahboob then took 2/20 from his four overs to seal the historic result 🔥👏#SINvZIM REPORT 👇 https://t.co/lqK6YEFsJN
— ICC (@ICC) September 29, 2019
রোমাঞ্চকর ম্যাচে ৪ রানে জিতেছে সিঙ্গাপুর। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৮১ রান তাড়ায় অধিনায়কের লড়াকু ফিফটির পরও ১৭৭ রানে থামে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই সিঙ্গাপুরের প্রথম জয়।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠে রোববার টস জিতে ব্যাট করতে নেমে সবার ছোট ছোট অবদানে লড়াইয়ের পুঁজি গড়ে সিঙ্গাপুর।
সর্বোচ্চ ৪১ রান করে আসে মানপ্রিত সিং ও টিম ডেভিডের ব্যাট থেকে। ওপেনার রোহান রাঙ্গারাজন করেন ৩৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রেজিস চাকাভার ঝড়ে দুরন্ত সূচনা করে জিম্বাবুয়ে। মাত্র ১৯ বলে ৬ চার ৩ ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলেন চাকাভা। তবে চাকাভার এনে দেওয়া গতি ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ের মিডল অর্ডার।
অধিনায়ক শন উইলিয়ামস ও টিনোটেন্ডা মুতোম্বোদজি ৭৯ রানের জুটি গড়েও জেতাতে পারেনি দলকে। ৫টি করে চার আর ছয় মেরে ৩৫ বলে ৬৬ রান করেন উইলিয়ামস, ২৫ বলে ৪ চারে ৩২ রান আসে মুতোম্বোদজির ব্যাট থেকে।