বিশ্বের সেরা ১০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। ২০১৯ সালের র্যাঙ্কিং অনুযায়ী বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা তালিকার চতুর্থ স্থানে আছেন। তবে খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি । মেসির পরই ষষ্ঠ অবস্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও সপ্তম অবস্থানে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।
The 4th highest-paid entertainer on the 2019 #Celeb100 is Lionel Messi. His current Barcelona contract is through 2020-21 and pays him over $80 million annually. He also has a lifelong deal with Adidas pic.twitter.com/Xe4M0QmcGb
— Forbes (@Forbes) July 10, 2019
যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে ১২ কোটি ৭০ লাখ ডলার নিয়ে খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। মেসির এই আয়ের উৎস হিসাবে বলা হয়েছে যে, সে ২০২০-২১ সালে চুক্তি অনুযায়ী বার্সেলোনার কাছ থেকে বাৎসরিক ৮০ মিলিয়ন ডলার পাবেন । এছাড়া জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি এডিডাসের সাথে সারা জীবনের চুক্তি রয়েছে তার।
ষষ্ঠ স্থানে থাকা রোনালদোর আয় ১০ কোটি ৯০ লাখ ডলার। ১০ কোটি ৫০ লাখ ডলার নিয়ে তৃতীয়স্থানে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডার ফুটবলার নেইমার।